ঢাকা | অক্টোবর ২৯, ২০২৫ - ২:১১ অপরাহ্ন

শিরোনাম

মোহনপুরে সার-বীজের কৃত্রিম সঙ্কট তৈরি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

  • আপডেট: Tuesday, October 7, 2025 - 10:00 pm

মোহনপুর প্রতিনিধি: আসন্ন রবি মৌসুমে আলু, সরিষাসহ মাঠ ফসলের জন্য প্রয়োজনীয় সার ও বীজের প্রাপ্ততা নিশ্চিত করতে রাজশাহীর মোহনপুর উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

সভায় সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিনসহ কমিটির অন্যান্য সদস্য এবং উপজেলার সকল সার ও বীজ ডিলার উপস্থিত ছিলেন।

সভায় রবি মৌসুমে সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা, ডিলারদের সঠিকভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা, এবং কৃষকদের ন্যায্য দামে মানসম্মত সার ও বীজ প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত জোবায়দা সুলতানা সতর্ক করে বলেন, কোনো ডিলার বা বিক্রেতা যেন অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি না করেন বা মজুদ রেখে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করেন। এমন অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কৃষকরা যেন নিরবচ্ছিন্নভাবে পর্যাপ্ত সার ও বীজ পান-এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখবে।

সভায় কৃষি অফিসার কামরুল ইসলাম ডিলারদের প্রতি আহ্বান জানান, সার-বীজ বিক্রয়ে স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। কৃষকই দেশের প্রাণ-তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে আমাদের সবার। সভায় আসন্ন মৌসুমে আবহাওয়া ও মাটির উপযোগিতা অনুযায়ী ফসল উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ ও ডিলারদের সমন্বয়ে একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।