ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ২:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে আইটিএফ টেনিস টুর্ণামেন্টে প্রথম রাউন্ডের খেলা শেষ

  • আপডেট: Monday, October 6, 2025 - 10:18 pm

স্পোর্টস ডেস্ক: রাজশাহী টেনিস কমপ্লেক্সে মোট ৩০টি খেলা শেষ হয়েছে। বিজিত খেলোয়াড়রা আজ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ড খেলবে।

সোমবার সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ ওয়ার্ন্ড টেনিস জুনিয়ার টূর্নামেন্টে বালক একক, বালিকা একক, বালক দৈত ও বালিকা দৈত মিলে মোট ৩০টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় টেনিস কমপ্লেক্সের ৮টি কোর্টে এ খেলা অনুষ্ঠিত হয়। ১নং কোটে অনুষ্ঠিত বালক এককের প্রথম খেলায় ভারতে গৌতম সামমুগাস সুন্দারাম সরাসরি ২-০ (৬-১ ও ৬-২) সেটে বাংলাদেশের মাহফুজ আল মেহদীকে পরাজিত করে। একই সময় অস্ট্রোলিয়ার লাক্সাইয় বিধুরী সরাসরি ২-০ (৬-১ ও ৬-১) সেটে বাংলাদেশের শামীম হোসাইনকে পরাজিত করে।

৩নং কোর্টে বাংলাদেশের মাহাদ বিল মালিক সরাসরি ২-০ (৬-১ ও ৬-০) সেটে কোরিয়ার সিউনহু হাংকে পরাজিত করে। ভারতে নাভ রবি কোঠারী সরাসরি ২-১ (৭-৬ (৫), ৪-৬ ও ৬-৩) সেটে টপসিট থ্রি আমেরিকার আয়ার আরসি ত্রিমুক্তিকে পরাজিত করে। থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাথ সরাসরি ২-০ (৬-০ ও ৬-১) সেটে বাংলাদেশের তানভিরকে পরাজিত করে। বাংলাদেশে সিয়ম সরাসরি ২-০ (৭-৬(৪) ও ৬-৩) সেটে কোরিয়ার ইয়ুন শাং চুকে পরাজিত করে।

এছাড়াও জয় পেয়েছে দ্বিতীয় রাউন্ডে উঠেয়ে ভারতে টপ সিট ফাইভ আর্স ওয়ালকি, ভারতের কুশাংরা অরোরা, হংকংয়ের শিব মোহন, বাংলাদেশের তাসদির রহমান, ডু হিওন ওয়াক, ভারতের মানান রায় ও খাববু গায়ান।

থাইন্যান্ডের আরিয়া ফুল লিকুল। এছাড়াও বালিকা এককে থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরন সরাসরি ২-০ (৭-৬(৫) ও ৬-২) সেটে বাংলাদেশের ইয়ানা চৌধুরীকে পরাজিত করে। অপর খেলায় চীনের চিকং কাং সরাসরি ২-০ (৬-০ ও ৬-১) সেটে পরাজিত করে। এছাড়াও বালক ও বালিকাদের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে।