ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ ও বগুড়া: সাপের কামড় ও বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের কামড়ে দুইজন, বজ্রপাতে বগুড়ায় ও নওগাঁয় দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জে পৃথক আরেক দুর্ঘটনায় এক নারীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো ও ভোলাহাট প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপের উপদ্রব বেড়েছে। একইদিনে ২ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে ধানের জমির পাশে সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত-মুসলিম আলীর ছেলে আজিজুল হকের (৪৮) পায়ে কামড় দেয় বিষাক্ত রাসেলস ভাইপার। তিনি গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে গত শনিবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে পাশের গ্রাম আলালপুর ক্যাম্পপাড়া আওকাত আলীর ছোট ছেলে রানাউল ইসলামকে (৩১) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ী এলাকাতে তার মৃত্যু হয়। গত সপ্তাহ খানেক আগে পাশের গ্রাম হোসেনভিটা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনারুল হককে (৫২) সাপে কাটে। তিনি মাঠে ধানের জমিতে কাজ করা অবস্থায় তার পায়ে কামড় দেয় রাসেলস ভাইপার নামক বিষাক্ত সাপ। তিনি এখন চিকিৎসাধীন আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তার পরিবার। এ নিয়ে এলাকাতে নেমেছে যেমন শোকের মাতম আবার সাপে কাটার আতঙ্ক।

সাপ আতঙ্কে কেউ যেতে পারছে না খেত খামারে। বিশেষ করে বিলের জমি এবং বরই পেয়ারার বাগান। এসব জায়গায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সহ বিলুপ্ত হওয়া অনেক প্রজাতির বিষধর সাপের। উপজেলার বিভিন্ন এলাকায় সাপে কাটার অনেক খবর শোনা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক মাসে সাপে কাটা রোগীর সংখ্যা ৬ জন। ৪ জনকে এই হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারলেও ২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জাহের আলী (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জাহের আলী উপজেলার গোনা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে। জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আফছার আলীর ছেলে জাহের আলী গতকাল রোববার সকালে গরু ও ছাগল নিয়ে কৃষ্ণপুর মাঠে যায়। সকাল আনুমানিক ১০টায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাণীনগর থানার এসআই তাহের আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় সেলিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫৪) ওই এলাকার সারবান আলীর স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাড়ির সামনেই চাঁপাইনবাবগঞ্জ-নাচোল আঞ্চলিক মহাসড়ক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, বাসটির সান্ধানে আমারা কাজ করছি। নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

অন্যদিকে, বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী। নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শেফালি বেগম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে যান। এসময় আকস্মিক বজ্রপাত হলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম বলেন, বজ্রপাতের বিকট শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে মাঠে গিয়ে দেখি তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি। নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান হৃদয় হোসেন বলেন, দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।