ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:১১ পূর্বাহ্ন

নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:03 pm

নাটোর প্রতিনিধি: নাটোরে নিজ বাসা থেকে ভাস্কর বাগচি (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের লালবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভাস্কর নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা ছিলেন। পাশাপাশি জেলা হিন্দু মহাজোটের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। জানা যায়, গত শনিবার রাত ৮টার লালবাজারের নিজ বাসার সিড়ির নিচে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা।

পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার এমন মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন সহকর্মী ও স্থানীয়রা। নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহবুর রহমান বলেন, এটি আইনি বিষয়। তাই বিস্তারিত কিছু বলতে পারছি না।

নাটোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেইসঙ্গে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।