ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক ও নারীবান্ধব গণপরিবহন গড়তে ব্র্যাকের অরিয়েন্টেশন

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক ও নারীবান্ধব গণপরিবহন গড়তে ব্র্যাকের ভলেন্টিয়ারদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার পবা ব্র্যাক অফিসে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের শিখা প্রকল্পের সড়ক নিরাপত্তা কর্মসূচির দিনব্যাপী এই অরিয়েন্টেশন সেশনটি পরিচালনা করেন ব্র্যাক লার্নিং সেন্টার ফিল্ড কমিনিকেটর পংকজ কুমার বিশ্বাস। তিনি নবনিযুক্ত ভলেন্টিয়ারদের ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য, ভিশন এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদাণ করেন। অরিয়েন্টেশনে নবনিযুক্ত ভলেন্টিয়ারদের নিরাপদ সড়ক, নারী ও শিশুবান্ধব গণপরিবহন, যৌন হয়রানি প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং বাসচালক ও হেলপারদের সচেতন করার কৌশল বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।

সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে নারীদের প্রতি সহিংসতা রোধে শুধুমাত্র আইন নয়, সামাজিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নতুন ভলেন্টিয়াররা মাঠপর্যায়ে কাজ করে চালক, হেলপার, যাত্রী ও স্থানীয় কমিউনিটিকে যুক্ত করে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও নারীবান্ধব সড়ক গড়ে তোলার কাজ করবেন।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে একটি মানবিক, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।