ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি নেতা রফিক’র দাফন সম্পন্ন

  • আপডেট: Sunday, October 5, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: মহানগর বিএনপির অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ৮টায় ইন্তেকাল করেন ( ইন্না—-রাজিউন)।

রোববার বাদ যোহর মরহুমের নামাজে জানাজা রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিনি কিছুদিন পূর্বে রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।