ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ২:২১ পূর্বাহ্ন

টানা ছুটির পর ফের জমেছে রাকসু নির্বাচনের প্রচারণা

  • আপডেট: Sunday, October 5, 2025 - 9:22 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: টানা ছুটির পর আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা।

রোববার সকাল থেকে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট ও অ্যাকাডেমিক ভবনসংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিলি করতে দেখা গেছে। তবে দীর্ঘ ছুটির পর পরই শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল ক্যাম্পাসে। গতকাল ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবির শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ছুটি শেষে ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

এই কয়েকদিন নির্বাচন কমিশন থেকেই প্রচার-প্রচারণা বন্ধ ছিল। শনিবার নতুন করে নোটিশ দেয়া হয়েছে প্রচারণার বিষয়ে। আগে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যেত, এখন রাত ১২টা পর্যন্ত করা যাবে। শনিবার থেকেই আমরা প্যানেলের পক্ষ থেকে প্রচারণা শুরু করেছি। নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোটের জন্য অনুরোধ জানাব।’

রাকসু নির্বাচনের প্রার্থীরা গতকাল রোববার থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। এখন প্রচারণা চলবে।’
এর আগে সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছিলেন। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। সেই সময় ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ভোট পেছানোর দাবি তোলে। ফলে ২২ সেপ্টেম্বরের জরুরি সভায় ২৫ সেপ্টেম্বরের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। এরপর শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হলে ক্যাম্পাস একেবারেই ফাঁকা হয়ে পড়ে।