ঢাকা | অক্টোবর ৫, ২০২৫ - ২:২৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 4, 2025 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচির আলোকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ৫ নং জালুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর যুবদলের সভাপতি ফাইজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দুর্গাপুর-পুঠিয়া থেকে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচির প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের করণীয় বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ। সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ৩১ দফা কর্মসূচির কপি হস্তান্তর করা হয়।