ঢাকা | অক্টোবর ৪, ২০২৫ - ৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাটে গ্রামবাসী ও পুলিশের যৌথ চোলাই মদ উচ্ছেদ অভিযান

  • আপডেট: Friday, October 3, 2025 - 9:32 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর কেশরহাট পৌরসভার হরিদাগাছী মহল্লায় চোলাই মদবিরোধী অভিযান করেছেন গ্রামবাসী ও পুলিশ।

শুক্রবার দুপুরে মোহনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জেকের আলীর বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি হয়ে আসছিল। এতে এলাকায় নানান সামাজিক অবক্ষয় সৃষ্টি হওয়ায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সাথে একত্রে এ অভিযানে অংশ নেন। এ বিষয়ে এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি ও অবৈধ মদ উৎপাদন-কারবারের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার হরিদাগাছী মহল্লায় জেকের আলীর বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেকের পাশের গেট দিয়ে পালিয়ে যায়। সে থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে এবং তার স্ত্রী রাবেয়ার বিরুদ্ধেও মাদক সংক্রান্ত ৭টি মামলা আছে। অভিযুক্ত জেকেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।