চাঁপাইনবাবগঞ্জে ইমামতি করা হলো না খালিদের, পথেই প্রাণ কেড়ে নিল বাস

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল-আমনুরা রোডে হামিদপুর নামক এলাকায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে ছিটকে পড়ে নাচোলগামী একটি বাসের চাকায় পিস্ট হয়ে নিহত হয়েছেন হাফেজ খালিদ মুসাব্বির।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম খালিদ মুসাব্বির (২৮)। সে নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে খালিদ মুসাব্বির (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় খালিদ মুসাব্বির মোটরসাইলযোগে বাড়ি থেকে ইমামতি করার জন্য হাটবাকইলের দিকে যাওয়ার সময় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ছিটকে পড়ে। এসময় আমনুরা থেকে নাচোলগামী একটি বাসের চাকায় পিস্ট হয়ে খালিদ মুসাব্বির ঘটনাস্থলে নিহত হয়। নাচোল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।