গাজাগামী ত্রানবহর ফ্লোটিলা আটকের প্রতিবাদে নগরীতে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলা আটকের প্রতিবাদে রাজশাহীতে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব রফিক ইসলাম রবির আয়োজনে বিক্ষোভ মিছিলে যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। মিছিলটি রাজশাহীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিটি সেন্টারের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা অবিলম্বে ত্রান বাহী জাহাজগুলো ছেড়ে দেবার দাবী জানান এবং ইজরাইলের বিচারের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।