ঢাকা | সেপ্টেম্বর ২৮, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: শনিবার ছিল বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। প্রতিবারের মতো সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল নয়টায় কালেক্টরেট চত্বরে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধন শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক মোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।