ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ১:৪৭ অপরাহ্ন

নিয়ামতপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:49 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াস গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মারা যাওয়া যুবকের নাম খোকন (৪০)।

তিনি কয়াস গ্রামের কফিল উদ্দিনের ছেলে। ভাবিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সমছের আলী ঘটনার সত্যতা নিশ্চিক করে বলেন, খোকন গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে বিলে ছিপ দিয়ে মাছ ধরতে যান। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে খোকন বিলের পানিতে পড়ে যানে।

তাঁকে দেখতে না পেয়ে মাছ ধরতে যাওয়া আশপাশে থাকা অন্য লোকজন গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী গিয়ে পানিতে খুঁজে খোকনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। নিহত খোকনের আত্মীয় কামরুজ্জামান জানান, বজ্রপাতে খোকনের চুলের একাংশ পুড়ে গেছে ও ডান কান ফেটে রক্তপাত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।