কেশরহাটে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে পৌর বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান আলোচক ছিলেন সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল এবং বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এবং রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল।
সভায় সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রুহুল আমিন। সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। এসময় কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।