চাঁপাইনবাবগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল পাইকড়তলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গেপ্তারকৃত হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর সতেরোরশিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক কমান্ডার মেজর মারুফুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল পাইকড়তলা মোড় এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল থামালে তার পেছনে একটি প্লাষ্টিক বস্তার মধ্যে ৮টি বান্ডিলে ২৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে। এসময় ৩টি মোটরসাইকেলসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার দুপরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।