ঢাকা | অক্টোবর ৩, ২০২৫ - ৯:১৬ অপরাহ্ন

দুর্গোৎসব উপলক্ষে উপহার পেলেন পরিবহণ মালিকরা

  • আপডেট: Friday, September 26, 2025 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ৭৮জন সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সড়ক পরিবহণ গ্রুপ কার্যালয়ে এ সামগ্রী দেয়া হয়।

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারন সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলেই শান্তি-সৌহার্দ্যের বন্ধনে এগিয়ে যেতে চাই। উৎসব আনন্দে সামান্য সহযোগিতা রাখতে পারাটাই আমার কাছে আনন্দের বিষয়। ধর্ম যার যার, উৎসব সবার- এ মনোভাব নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পক্ষে থেকে ৭৮ জনের মাঝে খাসির মাংস উপহার বিতরনের সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সহ-সম্পাদক মিলান উদ্দিন হীরা, কোষাধক্ষ হাবিবুর রহমান বাবুসহ সড়ক সম্পাদক সেলিম রেজা ও সদস্য শামসুল আলম পরিবহণ মালিকরা।

উপহার সামগ্রী হাতে পেয়ে সুবিধাভোগিরা বলেন, এই প্রথম আমরা দূর্জাপূজায় উপহার পেয়েছি, আমরা নিজের মনে করা নেতা পেয়েছি আগে শুধু নিয়ে যেতে দেখেছি এই প্রথম দিতে দেখলাম।