মহানগর ছাত্রদলসহ ৩টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ছাত্রদলসহ এর আওতাধীন মতিহার উত্তর, মতিহার দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত দিয়েছে। কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কমিটিগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অচিরেই ইউনিটিগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।