ঢাকা | সেপ্টেম্বর ২৬, ২০২৫ - ৮:৪৫ পূর্বাহ্ন

মান্দায় জলবায়ু ন্যায়বিচার বিষয়ক ওরিয়েন্টেশন

  • আপডেট: Thursday, September 25, 2025 - 10:22 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় নেতৃত্ব উন্ন্য়ন, জেন্ডার অন্তর্ভূক্তি এবং জলবায়ু ন্যায়বিচার বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মান্দা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভায় লোকমোর্চা ও সিএএফ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজন এবং বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি আসমা ইসলাম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন, সদস্য দেলোয়ার হোসেন ও আব্দুল মালেক, মান্দার কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুড,ু প্রেজেক্ট অ্যাসিসটেন্ট নাহিদা খাতুন ও আব্দুল লতিফ।