ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

পবার দারুশায় জমি নিয়ে বিরোধে মারপিটে আহত ১

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:00 am

স্টাফ রিপোর্টার: পবার দারুশায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটে ১জন আহত হয়েছেন। দারুশা বাজার এলাকার এই ঘটনায় কর্ণহার থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কর্ণহার থানা এলাকার দারুশা বাজারে শরিষাকুড়ি হাটপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে ইয়ার মোহাম্মাদের জমিতে একটি চায়ের স্টল রয়েছে। গত ৩০ আগস্ট সকাল ১০ দিকে হঠাৎ করে নগরীর বেলদারপাড়া এলাকার খেলাফত জোয়াদারের ছেলে শরিফুল ইসলাম ওই চা-স্টলটি ভাঙতে থাকে।

এই সংবাদ পেয়ে ইয়ার মোহাম্মাদ সেখানে উপস্থিত হয়ে স্টল ভাঙার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে এটি তাদের জমি দাবী করে ইয়ার মোহাম্মাদের ওপর লোহার হাতুড়ি দিয়ে হামলা চালান শরিফুল ইসলাম। এতে ইয়ার মোহাম্মাদের নাকের হাড় ভেঙে যায়। পাশাপাশি চোখের মারাত্মক ক্ষতি হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কর্ণহার থানায় শরিফুল ইসলামকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ইয়ার মোহাম্মদ।