ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৫ - ৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে মেধাবী শিক্ষার্থীরা পেল পৌর বৃত্তি

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 9:55 pm

গোদাগাড়ী প্রতিনিধি: শিক্ষা উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে।

মঙ্গলবার গোদাগাড়ী পৌরসভা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় দেড় হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই এবং দুটি ফলের গাছ।

এতে প্রধান অতিথি ছিলেন জাকিউল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামসুল ইসলাম সহকারী কমিশনার ভূমি আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার, আব্দুল মানিক, সমাজসেবা কর্মকর্তা, সারওয়ার জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা, হেলাল উদ্দীন, হিসাব রক্ষণ কর্মকর্তা, গোদাগাড়ী পৌরসভা।