ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের স্ত্রীর ইন্তেকাল, সোনালী সংবাদের শোক

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও জেষ্ঠ্য সাংবাদিক তৈয়বুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন।

তেরখাদিয়ার বাসিন্দা রাজিয়া খাতুনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, এক ছেলে দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সোমবার সকাল ১০টায় তেরখাদিয়া মোড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়েছে। রাজিয়া খাতুন দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

দৈনিক সোনালী সংবাদের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের স্ত্রীর মৃত্যুতে সম্পাদক মো: লিয়াকত আলীসহ সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।