ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:15 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাত সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পাল্টা-পাল্টি স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে দুটি পক্ষ। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে বিক্ষোভ শুরু হয়। একটি পক্ষ আগামী ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানায়, আরেকপক্ষ ভোটারবিহীন রাকসু চায় না বলে স্লোগান দেয়। ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ সমর্থকরা। অন্যপক্ষে ছাত্রদল ও বাম প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের দেখা গেছে।

এর আগে বিকাল ৪টা থেকে জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে বাইরে দুইপক্ষ বিভক্ত হয়ে স্লোগান দেয়। ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘২৫ তারিখেই রাকসু, দিতে হবে, দিতে হবে’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’। অন্যদিকে ‘ভোটারবিহীন রাকসু, মানি না মানব না’, ‘প্রহসনের নির্বাচন, মানি না মানব না’।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার দুপুরে শাখা ছাত্রদলসহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন। তারা লেভেল প্লেয়িং ঠিক করে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিকাল ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন।

ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন বলেছেন, চলমান পরিস্থিতিতে পূজার পরে নির্বাচন অনুষ্ঠিত হোক। অপরদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেছেন, তারা আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই নির্বাচন চান।