ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৫ - ৪:২৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ

  • আপডেট: Sunday, September 21, 2025 - 9:22 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২৮০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতার বহি বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শ্যামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ভাতা বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম।

তিনি বলেন, প্রতিবন্ধী ভাতার বহি করে দেয়ার নামে কিছু অসাধু চক্র টাকা হাতিয়ে নেয়া চেষ্টা করছে। এই অসাধু চক্র থেকে সকলকে সজাগ থাকার আহবান জানান। ভাতাবহি করতে কোনো ধরনের টাকা লাগেনা।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রায়হান আলী, রাসেদ আলী, ইউনিয়ন সমাজকর্মী মামুন আলী ও আবদুল করিম প্রমুখ।