ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

মোহনপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিখোঁজ, বাবা-মায়ের আকুতি

  • আপডেট: Saturday, September 20, 2025 - 10:22 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌপাড়া গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী যুবক চঞ্চল আহম্মেদ (৩০) নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে শাহাজী বাজারে যাওয়ার পর থেকে সে আর ফেরেননি।

এ ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন বাবা-মা। নিখোঁজ যুবকের বাবা মিঠু শেখ জানান, ছেলে প্রতিবন্ধী হলেও স্বভাবচঞ্চল ও সকলের প্রিয় ছিল। নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২১, তারিখ ১৯/০৯/২৫) করা হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, আমার ছেলেটি খুঁজে দিতে পুলিশ ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। নিখোঁজ চঞ্চল আহম্মেদের শারীরিক বর্ণনায় বলা হয়েছে-গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৬০ কেজি, মাথার চুল ছোট, পরনে ছিল কালো রঙের গেঞ্জি।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, নিখোঁজের বিষয়ে চল আহম্মেদের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ করছে। যোগাযোগের জন্য নিখোঁজের পরিবার মোবাইল নম্বর দিয়েছে: ০১৭০১-৯৮১৬৯৪।