ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৫ - ২:০৪ পূর্বাহ্ন

নারীর ক্ষমতায়নে সক্ষমতা বৃদ্ধিতে সংহতি কর্মশালা

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: নারীর ক্ষমতায়নে সক্ষমতা বৃদ্ধিতে সংহতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার যৌথ আয়োজনে বিভাগীয় পর্যায়ে রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে দুইদিনের এই কর্মশালা শনিবার শেষ হয়।

কর্মশালায় কনসালটেন্ট ছিলেন বহ্নিশিখার পরিচালক সামিনা ইয়াসমিন ও সিয়তি সবুর এসোসিয়েট প্রফেসর ব্র্যাক ইউনিভার্সিটি।

বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ এই কর্মশালায় অংশ নেয়। কর্মশালার আলোচনায় উঠে আসে স্থানীয় পর্যায়ে নারী নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সমন্বয়ের অভাব।

অভিযোগ দায়েরের ক্ষেত্রে সামাজিক বাধা, পুলিশি জটিলতা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং টেকসই অর্থায়নের অভাবের কথাও উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।

দুই দিনের কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, লিগেল এইড এর কর্মী রেখা সাহা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার প্রজেক্ট কো- অর্ডিনেটর মেহেনাজ রহমান ও ফিন্যান্স কো- অর্ডিনেটর নুসরাত নাহার ইসি।