অবাধ সুষ্ঠু নির্বাচনেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে: রায়হান

স্টাফ রিপোর্টার: বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।
শুক্রবার বিকালে দর্শনপাড়া ইউনিয়নের বিলধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা প্রচারের উদ্দেশে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”
জেলা বিএনপির সদস্য রায়হান বলেন,“গত ১৭ বছরে পলাতক স্বৈরাচার আওয়ামী সরকার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু জনগণই তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।”
তিনি আরও বলেন,“আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে নির্যাতিতদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননেও গুরুত্ব দেয়া হবে।”
বিএনপির এই নেতা বলেন,“মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে, সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি ভালো হয় না। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। তাই চাঁদাবাজ ও লুটতরাজকারীদের বিএনপিতে ঠাঁই হবে না।”
তিনি বলেন,“বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্দেশ এবং এর মাধ্যমে জনগণ কীভাবে উপকৃত হবে তা সবাইকে জানাতে হবে।”
দর্শনপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুকুল হোসেন। সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।
সভায় প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, জেলা যুবদলের সদস্য লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য আলমাস আলি, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এন্তাজ আলী। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।