ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ কায়দায় ডাকাতির প্রস্তুতি, বুদ্ধি খাটিয়ে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

  • আপডেট: Thursday, September 18, 2025 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের আড্ডা-রহনপুর সড়কে গভীর রাতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া থেকে রহনপুরগামী একটি প্রাইভেটকারে এ ঘটনা ঘটে।

গাড়িতে থাকা চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী মবিনুল ইসলাম পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ডাকাত দল গাছ ফেলে পুরো সড়ক আটকে দেয়।

গাড়ি থামতেই সড়কের দুই ধারের আড়াল থেকে হাতে লাইট ও ধারালো অস্ত্র নিয়ে মুখে কাপড় বাঁধা তিনজন ডাকাত গাড়ির দিকে এগিয়ে আসে। তবে চালক বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়িটি রিভার্স নিয়ে পালিয়ে যান। এসময় ডাকাতরা কিছুটা দৌড়ালেও গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি।

ফেসবুকে অভিজ্ঞতা বর্ণনা করে মবিনুল লিখেছেন, রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে নজরপুরের আগে ডাকাতির কবলে পড়ি। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় প্রাণে বেঁচে গেছি। ভিডিও (গাড়ির ড্যাসক্যামের রেকর্ড) দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। অথচ এই রাস্তায় প্রতিরাতে পুলিশ টহল দেয়। ভাবতেই পারছি না টহল থাকার পরও এভাবে ডাকাতির মতো ঘটনা ঘটে। কেউ যদি ডাকাত দলের সন্ধান দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।

বিশেষ করে যারা রাতে ভ্রমণ করেন, অবশ্যই সতর্ক থাকবেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, আড্ডা-রহনপুর সড়কে মাঝেমধ্যেই গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়। সেদিন রাতেও এমনটি হয়ে থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে ডাকাতির কোনো ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছেনি।

তিনি আরও বলেন, প্রতিদিন রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত সিএনজি নিয়ে পুলিশের একটি টহল দল ওই সড়কে দায়িত্ব পালন করে। ডাকাতি প্রতিরোধে এবং জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত কাজ করছে পুলিশ।