ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:51 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি উপ-কমিটি। এদিকে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো।

ভর্তি উপ-কমিটির সিদ্ধান্ত মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা ১০টি শর্ত মেনে এ সুবিধা পাবেন। শর্তমতে শুধুমাত্র পাশমার্ক (৪০) দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ দুইজন পোষ্যকোটায় ভর্তি সুবিধা পাবেন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেয়ায় কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

সুবিধাগুলো হলো, কেবলমাত্র রাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সন্তান এই ভর্তির সুযোগ পাবে; ভর্তির প্রাথমিক আবেদনের যোগ্যতাও এক্ষেত্রে প্রযোজ্য হবে; মেধার ভিত্তিতে নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে এ ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হবে; ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধা তালিকা করা হবে; ভর্তির আবেদন বিবেচনার ক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর থাকতে হবে; কোন বিভাগে ২ জনের অধিক ভর্তির সুযোগ পাবে না।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা নিজ কর্মরত বিভাগে ভর্তি সন্তানকে ভর্তি করতে পারবেন না; সুবিধাপ্রাপ্তদের নিজেদের মধ্যে ‘অটো মাইগ্রেশন’ মাধ্যমে বিভাগ পরিবর্তন করতে হবে; অনিয়মের আশ্রয় নেয়ার বিষয় প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনামায় উল্লেখ করতে হবে; সুবিধার আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থী কোনোভাবেই আবাসিক হলে সিটের জন্য আবেদন করার সুযোগ পাবেনা।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আমাদের দাবির বিষয়ে কিছুটা বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়েছে। তা ছাড়া দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে আমরা রাকসুকে কোনো চাপে ফেলতে চাই না। এই বিষয়টি বিবেচনা করে আজ রাতে একটি সভা করে কর্মসূচি প্রত্যাহার করব।’

জানতে চাইালে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, ‘আজকে ভর্তি উপ কমিটির একটি সভা ছিলো। সভায় ২০২৪-২৫ বর্ষের ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই তাদের ভর্তি কার্যক্রম নির্দিষ্ট শর্ত মেনেই করা করা হবে।’
পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ

এদিকে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তকে প্রত্যাখান করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিক্ষোভ মিছিলে ‘একশন একশন, ডাইরেক্ট একশন; কোটা না মেধা, মেধা মেধা’সহ প্রভৃতি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, নির্লজ্জ প্রশাসন পোষ্যকোটা ফিরিয়ে এনেছেন। আমরা এখানে রাকসু বানচালের ইঙ্গিত লক্ষ্য করছি। এখন আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি।’