ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৫ - ১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

পবা উপজেলার চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • আপডেট: Thursday, September 18, 2025 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে চার কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মিনি সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি আরাফাত আমান আজিজ।

বিদায়ী কর্মকর্তাদের স্মৃতিচারণ করে তিনি বলেন, “কোনও কর্মকর্তা যখন দীর্ঘদিন কর্মস্থলে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তখন তিনি শুধু দাপ্তরিক দায়িত্বই পালন করেন না, বরং জনগণের কাছে সেবা পৌঁছে দেন।

বিদায়ী কর্মকর্তারা তাঁদের কর্মের মাধ্যমে পবা উপজেলাকে সমৃদ্ধ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও কর্মস্পৃহা ভবিষ্যতের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সাফল্য তুলে ধরে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান তিনি।”

বিদায়ী কর্মকর্তারা হলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার সাইদুর রহমান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডা. খন্দকার সাগর আহমেদ।