ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৫ - ২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে এফ এইচ’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:12 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( ঋঐ) এফ এইচ’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) এর আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক রাম কমল সাহা, নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, রাতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম প্রমুখ।

এসময় এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ক্যালকুলেটর সহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।