চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতামূলক র্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পৌর কর্মচারী সংসদ এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় পৌরসভা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে ‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয়। র্যালি শেষে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক। আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, স্যানেটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, পৌরসভার কনজারবেন্সী ইন্সপেক্টর রোজিবুল হক। অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ মশক নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা।