টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার: জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। সভাপতির বক্তব্যে তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচি পালিত হবে।
এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিভিল সার্জন, ডা. এস আই এম রাজিউল করিম, ডেপুটি সিভিল সার্জেন ডাঃ মোসাঃ মাহফুজা খাতুন, ডাঃ এম এ মতিনসহ রাজশাহীর বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।