গোমস্তাপুর বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
গতকাল বেলা ১১টার দিকে তিনি প্রথমে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন।
এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে তিনি উপজেলার ৪টি অসহায় ও হতদরিদ্র মধ্যে সেলাই মেশিণ ও শুকনো খাবার বিতরণ করেন।