ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৫ - ২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে ব্যবসায়ীকে মেরে মোটরসাইকেল নিয়ে গেল ছিনতাইকারীরা

  • আপডেট: Tuesday, September 16, 2025 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে দিনদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মেরে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মো. চাঁদ (৪০) নামের ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, কপাল ও নাকে গুরুত্বর জখম হয়েছে। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লায়। মো. চাঁদ রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

তিনি দাবি করেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাই হওয়া তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ‘রাজ মেট্রো-ল -১২-৬৪৩২।

তিনি জানান, দুপুরে তিনি মোটরসাইকেল নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক তাকে দাঁড় করান। তিনি থামলে তার মোটরসাইকেলের চাবি তুলে নেওয়া হয়। এসময় হঠাৎ পেছন থেকে একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

চাঁদ দাবি করেন, জ্ঞান ফিরলে তিনি দেখেন তার কাছে থাকা ব্যবসার সাড়ে ১২ লাখ টাকা নেই। অচেতন হওয়ার পরে তার মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে চিনতে পেরেছেন।

ঘটনার খবর পেয়েই অভিযুক্তদের আটক করতে তৎপরতা শুরু করেছে নগরের রাজপাড়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি।’ এ ঘটনায় থানায় মামলা হবে।’