মোহনপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পারিবারিক কলহের জেরে শাহিনারা (৪৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। শাহিনারা মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের খোলাগাছি গ্রামের সহিমুদ্দিনের স্ত্রী। পারিবারিক অশান্তির কারণে তিনি নিজ বাড়ির শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস নেন বলে পরিবার জানায়।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে নামিয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মোদাচ্ছের হোসেন খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।