ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৫ - ৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় সমন্বয় ও প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Monday, September 15, 2025 - 9:10 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয়, আইন শৃঙ্খলা বিষয়ক এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় গুলিতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন-শৃঙ্খলা ও চোরাচালান, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অপরদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গা উৎসব চলাকালীন যে কোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসন ও আনসার-ভিডিপি কর্মকর্তাকে সভায় নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, এলজিডি প্রকৌশলীসহ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।