রাসিকের কার্য সহকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কার্য সহকারী আব্দুল বারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগর ভবনের সিটি হল সভাকক্ষে প্রকৌশল বিভাগের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলাম, কার্য সহকারী আশরাফুদ্দৌলা বুলবুল।
অনুষ্ঠানে বিদায়ী কার্য সহকারী আব্দুল বারীর কর্মময় জীবন এবং সিটি কর্পোরেশনে তাঁর অবদানের কথা স্মৃতিচারণ করেন বক্তারা। অনুষ্ঠানে বিদায়ী কার্য সহকারী আব্দুল বারীকে প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশাসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।