ইউজিডিপি’র বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

স্টাফ রিপোর্টার: সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে বিভাগীয় কমিশনার সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ইউজিডিপি স্থানীয় সরকার বিভাগ আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ পারভেজ রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এলজিইডির ইঞ্জিনিয়ারসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।