ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

মোহনপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট: Saturday, September 13, 2025 - 9:55 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল কালাম আজাদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন।

সভার সভাপতিত্ব করেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ এসআই আতাউর রহমানসহ উপজেলার ২৩টি পূজা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার তার বক্তব্যে বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে এবং প্রত্যেকে যাতে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারে সে বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।