ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

লায়ন্স চক্ষু হাসপাতালের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Saturday, September 13, 2025 - 10:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার লায়ন্স ক্লাব অব রাজশাহীর উদ্যোগে শহরের ম্যাঙ্গো রিসোর্টে লায়ন্স চক্ষু হাসপাতালের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। একইসাথে ক্লাবের ২০২৫-২৬ সেবা বর্ষের নতুন কার্যকরী পরিষদের অভিষেক এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ান শংকর কুমার রায় মনা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী এই আয়োজনের শুরু হয় রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে। এরপর বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শেষে রাজশাহী শিক্ষা বোর্ড কনফারেন্স হলে একটি লায়ন্স স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা বলেন, “লায়ন্স ক্লাব আন্তর্জাতিকভাবে মানব সেবায় নিয়োজিত একটি সংগঠন। লায়ন্স ক্লাব অব রাজশাহী দীর্ঘ ৩৭ বছর ধরে এই সেবার ধারা অব্যাহত রেখেছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে লায়ন্স চক্ষু হাসপাতাল এই অঞ্চলের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন কমিটির উপর আমি পূর্ণ আস্থা রাখি।

আশা করি, তারা তাদের নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ক্লাবের সেবাকার্যক্রমকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। নতুন সদস্যরা ক্লাবের শক্তি বৃদ্ধি করবে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।