রাজশাহীতে শরৎ সন্ধ্যায় আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘মোরা ভাদ্রো, মোরা আশ্বিন, জাগ্রত তারেুণ্যে বদলাবে দিন’ এই স্লোগানকে সামনে রেখে শৈল্পিক ক্রিয়েটিভ মার্ক এবং নৃত্যকলা একাডেমি রাজশাহীর যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক শরৎ সন্ধ্যায় আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদের, বিএনপি নেতা রুবেল, শৈল্পিক ক্রিয়েটিভ মার্ক এর পরিচালক আরিফউজ জামান নবাব ও নৃত্যকলা একাডেমি রাজশাহীর পরিচালক তাহামিদুর রহমান আসিফ।
এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্যু ও কবিতা আবৃতি করা হয়। লালনমঞ্চে শতশত দর্শনার্থী উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করেন।