ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

ফরম পূরণের বাড়তি ফি প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

  • আপডেট: Thursday, September 11, 2025 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে।

এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু অতিরিক্ত ফি মেটানো এখন তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, আমরা ইতিমধ্যেই অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।’ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি।

কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’ এ সময় শিক্ষার্থীরা ফরম পূরণের ফি যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা, সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ করা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করার দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর যহুর আলী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’