রাকসু নির্বাচন: ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ও ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এর প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশে বৃহস্পতিবার ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর “সচেতন শিক্ষার্থী সংসদ” নামের দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে ভিপি পদে তাহসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ ও এজিএস পদে মাহায়ের ইসলাম মনোনীত হয়েছেন। প্যানেলের অন্যান্য মনোনীত সদস্যরা হলেন- ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক শীত কুমার ওরাং, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমিত তাঞ্চাঙ্গা ও সহসম্পাদক লাদেন, মহিলা বিষয়ক সম্পাদক সামসাদ জাহান ও সহকারী সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সারওয়ার জাহান নাহিদ, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক গোপাল রায় ও সহকারী সম্পাদক রাফী সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল ও সহকারী সম্পাদক এস.এম. রিজন। নির্বাহী সদস্য হিসেবে ফেরদৌস শারিফ (নিঃসঞ্চালক ১), ইমাম হোসেন (নিঃসঞ্চালক ২), হাফিজ (নিঃসঞ্চালক ৩) ও আব্দুল্লাহ আল মুয়াজ (নিঃসঞ্চালক ৪) মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পদে তাহসিন খান, মাহায়ের ইসলাম ও গোপাল রায় লড়বেন।
ভিপি পদপ্রার্থী তাহসিন খান বলেন, আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিবেদিত থেকে সৃজনশীল চিন্তা-চেতনাকে উৎসাহিত করে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।
এদিকে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে “সচেতন শিক্ষার্থী সংসদ” নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। “সচেতন শিক্ষার্থী সংসদ” নামের এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুর আলমকে সহসভাপতি (ভিপি), সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক (জিএস) এবং সাধারণ সম্পাদক পারভেজ আকন্দকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। ঘোষিত ১৩ সদস্যের প্যানেলে অন্যরা হলেন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সিকদার, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইসলাম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব আলম, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান রিজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান শরীফ, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জোবায়ের হোসাইন জিহাদ, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাহসিন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য-১ আহসানুল ইসলাম শাওন, কার্যনির্বাহী সদস্য-২- ইয়াছিন মিয়া।
এ নিয়ে রাকসু নির্বাচনকে সামনে রেখে আটটি প্যানেল ঘোষণা করলো প্রার্থীরা। আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি ও ১৫টি পদে হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।