গোমস্তাপুরে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন মহিলাদল নেত্রী শুচি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোমস্তাপুরে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।
এতে নেতৃত্ব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি। গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ জেলা যুবদলের সদস্য আল আমিন বিশ্বাস, জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।