ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

পুঠিয়ায় কলা বাগান থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:26 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভ্যান চালকের নাম সোহেল (২৫)। সে একই উপজেলার জরমডাঙ্গ গ্রামের লিলতাব হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায় উপজেলার কান্দ্রা (জেকের মোড়) সালামের কলা খেতে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা গ্রামের আব্দুস সালাম তার কলা বাগান পরিচর্যার জন্য কাজে যান। এসময় তিনি তার কলা বাগানের মাঝখানে নিহত সোহেলের গলায় লুঙ্গি পেচানো অবস্থায় দেখতে পান।

এরপর তার ডাক-চিৎকারে স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুঠিয়া থানায় পুলিশকে জানান। এরপর পুঠিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের পিতা লিলতাব হোসেন জানান, গত মঙ্গলবার তার ছেলে সোহেল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়িতে আসে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের খাবার খেয়ে সোহেল বাড়ির পাশে বাজারের দিকে যায়। রাত সাড়ে ৯টার দিকে তাকে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সকালে কলা বাগানে তার লাশ পাওয়া যায়।

তবে তার বাবার দাবি তার ছেলেকে কেউ হত্যা করে কলা বাগানে ফেলে রেখে গেছে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গতকাল বুধবার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা পুঠিয়া থানায় একটি মামলা করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।