ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

বিএনপি নেত্রী অ্যাড. রওশন আরা পপি’র ইন্তেকাল ॥ ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, September 10, 2025 - 10:23 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য রাজশাহী মহিলাদলের মহানগর সভাপতি অ্যাড. রওশন আরা বেগম পপি গত মঙ্গলবার দিনগত রাত অনুমান ২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্নলিল্লাহে —- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর টিকাপাড়া মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। আগামী শুক্রবার বাদ আসর ঘোড়ামারা বাসবভনে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

এদিকে অ্যাড. রওশন আরা বেগম পপির মৃত্যুতে গতকাল বুধবার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান হক এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। রেফারেন্সে মরহুমার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান হক এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম।

মরহুমার আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. এ.এন.এম কামরুজ্জামান বকুল। এতে বারের সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমসেদ আলীর পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুমার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন মাইনুল আহসান পান্না, আবু মোহাম্মদ সেলিম, জানে আলম, রইসুল ইসলাম, পারভেজ তৌফিক জাহেদী, ইমতিয়ার মাসরুর আল আমিন প্রমুখ আইনজীবীগণ।

সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন এ.এন.এম কামরুজ্জামান বকুল।