ঢাকা | জুলাই ১৫, ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

ভারতের সিরাজকে শাস্তি দিল আইসিসি, নেপথ্যে সীমালঙ্ঘন

  • আপডেট: Monday, July 14, 2025 - 3:35 pm

অনলাইন ডেস্ক: এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত, তাতে বড় অবদানই ছিল মোহাম্মদ সিরাজের। সেই তিনি এবার শাস্তির মুখে পড়লেন। কারণ লর্ডসে চলমান তৃতীয় টেস্টে সীমালঙ্ঘন করে ফেলেছিলেন তিনি।

লর্ডস টেস্টের চতুর্থ দিনের সকালের ঘটনা। ওপেনার বেন ডাকেটকে আউট করার পর উদযাপন করছিলেন সিরাজ। তখনই বাড়াবাড়ি করে ফেলেছিলেন তিনি। সেই উত্তেজিত উদযাপনের জেরেই তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট।

ডাকেটকে আউট করে সিরাজ জোরে চিৎকার করতে থাকেন, বিদায়ী ব্যাটারের দিকে তাকিয়ে কিছু বলেন এবং দুজন খুব কাছাকাছি চলে এলে তাদের শরীরের মাঝে ধাক্কা লাগে।

আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ‘আউট করার পর সিরাজ তার ফলো-থ্রুতে ব্যাটারের খুব কাছে গিয়ে উদযাপন করেন এবং ডাকেট যখন প্যাভিলিয়নের দিকে হাঁটছিলেন, তখন তাদের শরীরে ধাক্কা লাগে।’

আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় এটি অপরাধ হিসেবে ধরা পড়ে। এই ধারা অনুযায়ী, ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, ভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমান করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার দিকে উসকে দেয়।

ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেস্কোথিক বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ চলছে। আবেগ তাতে থাকবেই। এমন অবস্থায় মাঝে মাঝে উত্তেজনা চরমে পৌঁছায়, কিছু কথা বা ঘটনার জন্ম হয়। আমরা এতে অস্বস্তি বোধ করছি না। আমরা যেমন দিই, তেমনই ফেরত পাই।’

বর্তমানে সিরাজের ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়াল ২-এ। চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং সেই অনুযায়ী ম্যাচ নিষেধাজ্ঞা আসে। ফলে এখনই সংযত না হলে ভবিষ্যতে ডিমেরিট পয়েন্ট পেতে থাকলে নিষিদ্ধও হতে পারেন সিরাজ।