ঢাকা | জুলাই ১৪, ২০২৫ - ১:৪৯ অপরাহ্ন

পুঠিয়ায় পুলিশের বিরুদ্ধে কিশোর গ্যাং সদস্যকে ছেড়ে দেয়ার অভিযোগ

  • আপডেট: Monday, July 14, 2025 - 12:14 am

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানা পুলিশ ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ উপজেলাজুড়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কিশোর গ্যাং সদস্যদের অপরাধ তৎপরতা দেখা যাচ্ছে।

গত ১০ জুলাই রাত তিনটায় পৌর সদরের ইসলামীয়া মহিলা কলেজ সংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী এক কিশোর গ্যাং সদস্য জীবনকে আটক করে। অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে। থানার এএসআই ইনতিয়াজ মোটরবাইকসহ জীবনকে থানায় নিয়ে আসে। গভীর রাতে আসামীকে একটি রাজনৈতিক দলের নেতাদের সুপারিশ ও মোট অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গত ১১ জুলাই ধোপাপাড়া বাজার থেকে কিশোর গ্যাং-এর তিন সদস্য রফিক নামের এক ব্যক্তির বাইক ছিনিয়ে নিয়ে জীবন, রুবেল ও হাসান বাইকটি বিক্রি করে দিয়েছে।

এদের বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ার পর থানা পুলিশ এদের আটক করার জন্য চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত গাড়ি হতে কিশোর গ্যাং সদস্যরা পন্যবাহি পরিবহন হতে মালামাল ছিনিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে। কিশোর গ্যাং সদস্যরা বাইক নিয়ে রাত/দিন মাদক কারবারি করতে দেখা যায়। এদের অপরাধ তৎপতার কারণে এলাকার মানুষদের আতঙ্কের মাঝে থাকতে হয়।

ধোপাপাড়া এলাকার জিল্লুর রহমান নামের ব্যক্তি বলেন, এরা এতটায় দুর্ধর্ষ যে নেশার টাকার জন্য সবকিছু অপরাধ করা সম্ভব। তারপর  কিশোর গ্যাং সদস্যরা সবাই মাদকাসক্ত। এরা উপজেলার প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ করছে। কিন্তু এদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার জন্য এরা বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, থানাতে নিয়ে আসার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে ছেলেটি শিশু হওয়ার জন্য হয়তো ছেড়ে দিতে পারে।