ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৪:৫২ অপরাহ্ন

সোনালী ব্যাংক  সিবিএ জেলা কমিটি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট: Sunday, July 13, 2025 - 1:06 am

স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বি-৬৬৪) রাজশাহী জেলা কমিটি ও কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার রাজশাহী লক্ষ্মীপুর সোনালী ব্যাংকে সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। অভিযোগ করা হয়, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সদস্য যারা অবসরে গেছে বা অনেকেই পদত্যাগ করেছেন তারা ঘোষিত জেলা কমিটি ও কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে নানান অপপ্রচার চালাচ্ছে। যা সঠিক নয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী জেলা কমিটির সভাপতি আব্দুল আওয়াল বলেন, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রেজি নম্বর বি-৬৬৪ এর কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন স্বাক্ষরিত গত ২০২৪ সালের ১৮ ডিসেম্বর আহসান হাবীবকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। মূলত সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড ও সৈরাচার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অর্থের মাধ্যমে বদলি বাণিজ্যে জড়িয়ে পড়েন তারা।

পরে গত ২০২৫ সালের ২২ জুন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৭ জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সোনালী ব্যাংক জিএম অফিস চত্বরে কর্মচারী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন এ কমিটি ভেঙে দেন। ওই দিনই রাজশাহী জেলা কমিটির সভাপতি হিসেবে আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক নরেশ বাবুর নাম ঘোষণা করেন।

এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সনম্মেলনে উপস্থিত ছিলেন, ঊর্ধ্বতন সহসভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আলমগীর কবীর,  আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নরেশ বাবু, যগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।