ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ১০:৫০ পূর্বাহ্ন

সাত দিনে তিনবার হত্যাচেষ্টার মুখে পড়েন জেলেনস্কি!

  • আপডেট: Friday, March 4, 2022 - 7:34 pm

 

অনলাইন ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাত দিনে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের সতর্কতার কারণে এসব ‘ষঢ়যন্ত্র’ প্রতিহত করা সম্ভব হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভি এ খবর জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করার জন্য দুটি ভিন্ন হত্যাকারী গ্রুপকে পাঠানো হয়েছিল। এ গ্রুপদু’টি হলো- ওয়েগনার গ্রুপ ও চেচেন বিদ্রোহী গ্রুপ।

এ নিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) কাদিরোভিটিসের বিষয়ে ইউক্রেনীয়দের সতর্ক করেছিল। এ কাদিরোভিটিস একটি চেচেন স্পেশাল ফোর্স।

জেলেনস্কিকে হত্যা করার জন্য তাদের পাঠানো হয়েছিল। তবে বাংলাদেশ জার্নাল এসব খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।